লক্ষ্মীপুর-৪ সংসদীয় আসনে ৪৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৩ শতাধিক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।
আ স ম মাহাতাব উদ্দিন জয়নিউজকে বলেন, ভোটের আগের দিন থেকে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে একজন এসআই, এএসআই ও আনসারসহ মোট ১৭ জন নিরাপত্তাকর্মী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম জানান, লক্ষ্মীপুরের ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ৩শ ৪ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে
এছাড়া র্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করবেন।