চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

মশাবাহিত ভাইরাস জ্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বান্দরবানের এক কিশোর।

- Advertisement -

এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৩৪ জন।

- Advertisement -google news follower

গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া কিশোরের নাম ওয়াহিদুর রহমান (১৬)। সে বান্দরবানের বাসিন্দা।

- Advertisement -islamibank

গত ১১ সেপ্টেম্বর বিভিন্ন জটিলতা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয় এবং ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৯ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM