এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধুদের দ্বারা পরিচালিত অন্যতম ফেসবুক গ্রুপ বন্ধুই শক্তি ক্লাব-২০০০। উক্ত গ্রুপের উদ্যোগে বন্ধুদের সন্তানদের মধ্যে যারা ২০২৪ খ্রিস্টাব্দে এসএসসি পাশ করেছে তাদের সংবর্ধনা, গোল্ডেন কার্ড বিতরণ এবং পিঠা উৎসব সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পার্কভিউ হসপিটালের কনফারেন্স হল রুমে প্রবল বৃষ্টি উপেক্ষা করে দুই শতাধিক বন্ধু এবং তাদের সন্তানদের উপস্থিতি ছিল।
গ্রুপ ক্রিয়েটর লায়ন এ এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা: এটিএম রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত বন্ধুরা তাদের অভিমত ব্যক্ত করে গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মুন্না চৌধুরী গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।
ডা: রেজাউল করিম বলেন, বন্ধুই শক্তি ক্লাব এর কয়েকটি অনুষ্ঠানের সাথে আমি এবং আমার প্রতিষ্ঠান সম্পৃক্ত ছিল। তাদের মানবিক কাজ দেখে অনেকেই অনুপ্রানিত হচ্ছে। তারা দৃষ্টান্তমূলক কিছু কাজ করছে। এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি বন্ধুই শক্তি ক্লাব-২০০০ এর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে চলতি বছর এসএসসি পাশ করা গ্রুপের বন্ধুদের ১৬ জন সন্তানকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
গ্রুপের সদস্য শারিরিকভাবে অক্ষম বন্ধু হামিদ উল্লাহ’র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গোল্ডেন কার্ড হস্তান্তরের সূচনা করা হয়।
এরপর ১৫ রকমের বাহারি পিঠার আয়োজনে পিঠা উৎসব করা হয়। বন্ধুরা যে যার মত পিঠার স্বাদ উপভোগ করেন।
জেএন/এমআর