উখিয়ার জামতলী ও কুতুপালংয়ে ২ রোহিঙ্গার মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ের ক্যাম্পে পৃথক ঘটনায় দুই রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে।

- Advertisement -

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে এ তথ্য জানা যায়। মৃতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের বাসিন্দা নুরুল বশর (৫৫)।

- Advertisement -google news follower

অপরজনের নাম-ঠিকানা জানা যায়নি। ১৪ এপিবিএন অধিনায়ক (ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, লাল পাহাড় এলাকায় একটি লাশ পাওয়া গেছে। এখনো পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারেনি।

ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।

- Advertisement -islamibank

এদিতে জামতলী রোহিঙ্গা ক্যাম্পে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও কেন এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তাৎক্ষনিক জানাতে পারেনি উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম। বলেন, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন, বিস্তারিত পরে জানানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM