গড়িমসি ছাড়া স্বল্পতম সময়ে গ্রাহককে হয়রানিমুক্ত সেবা দিতে হবে: ভূমি উপদেষ্টা

অনলাইন ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা এ.এফ হাসান আরিফ বলেছেন, ভূমি সংক্রান্ত সকল ধরণের সরকারী সেবা জনগণের দোরগোড়ায় পৌছেঁ দিতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে অত্যন্ত সৎ ও আন্তরিক হতে হবে। কোন ধরনের গড়িমসি ছাড়া স্বল্পতম সময়ে গ্রাহককে হয়রানিমুক্ত সেবা দিতে হবে।

- Advertisement -

রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর কাট্টলী সার্কেল ভূমি অফিস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় ই-নামজারি কার্যক্রম শেষে একজন নাগরিকের হাতে তাৎক্ষণিক খতিয়ান তুলে দেন তিনি। কোন ধরণের হয়রানি ছাড়াই স্বল্প সময়ে নামজারি খতিয়ান হাতে পেয়ে উৎফুল্ল নামজারির আবেদনকারী জনৈক নাজিম উদ্দিন।

- Advertisement -google news follower

এদিকে কাট্টলী সার্কেলে চলমান ডিজিটাল সার্ভে কার্যক্রমের অফিস প্রান্তের ডাটা এন্ট্রি কার্যক্রম পরিদর্শন করেন ভূমি উপদেষ্টা। এসময় কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী উপদেষ্টা এ.এফ হাসান আরিফকে তার উদ্ভাবনী উদ্যোগ ‘স্মার্ট রেকর্ডরুম, স্মার্ট ল্যান্ড ম্যানেজমেন্ট’ কার্যক্রমের উদ্দেশ্য ও অগ্রগতি উপস্থাপন করেন।

অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ এনডিসিসহ ভূমি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি ব্যবস্থা অটোমেশন প্রকল্প, ইডিএলএমএস প্রকল্প ও জরিপ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টার চট্টগ্রামে এই প্রথম এসি ল্যান্ড অফিস পরিদর্শন এটি। কাট্টলী সার্কেল ভূমি অফিস পরিদর্শন শেষে ভূমি উপদেষ্টা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সহজ ভূমিসেবা প্রদানের দিক নির্দেশনা প্রদান করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM