গণঅভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসী, জঙ্গিসহ আলোচিত আসামির মধ্যে ৪৩ জন জামিনে বের হয়েছে। এছাড়া এখনও পলাতক ৯শ জনের বেশি।
মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের কনফারেন্স হলে সাংবাদিকদের এসব কথা জানান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন।
অস্ত্রলুট, জঙ্গি পালানোর ঘটনায় কারা কর্তৃপক্ষ ১৩টি মামলা করেছে বলেও জানান তিনি। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কারা মহাপরিদর্শক।
তিনি জানান, ছাত্র অভ্যুত্থানের ঘটনায় দেশের ৫টি কারাগার থেকে ২ হাজারের বেশি বন্দি পালিয়েছে। এছাড়া কারাগারে হামলার ঘটনায় লুটকৃত ৯৪টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৬৫টি।
অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসী জঙ্গিসহ আলোচিত ৪৩ জনকে কারা বিধি অনুযায়ী জামিনে মুক্তি দেয়ার কথা জানান তিনি।
সরকার পতনের পর সারা দেশে চলমান অভিযানে গ্রেপ্তার বিশিষ্ট ৩৭ জন বন্দির মধ্যে ৯ জনকে কারাকোড অনু্যায়ী ডিভিশন দেয়ার কথাও জানান আইজি প্রিজন।
জেএন/পিআর