জামিনে বের হয়েছেন সন্ত্রাসী-জঙ্গিসহ ৪৩ জন, ৯শ’র বেশি পলাতক

দেশজুড়ে ডেস্ক :

গণঅভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসী, জঙ্গিসহ আলোচিত আসামির মধ্যে ৪৩ জন জামিনে বের হয়েছে। এছাড়া এখনও পলাতক ৯শ জনের বেশি।

- Advertisement -

মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের কনফারেন্স হলে সাংবাদিকদের এসব কথা জানান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন।

- Advertisement -google news follower

অস্ত্রলুট, জঙ্গি পালানোর ঘটনায় কারা কর্তৃপক্ষ ১৩টি মামলা করেছে বলেও জানান তিনি। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নি‌য়ে সা‌র্বিক পরিস্থিতি তুলে ধরেন কারা মহাপরিদর্শক।

তিনি জানান, ছাত্র অভ্যুত্থানের ঘটনায় দেশের ৫টি কারাগার থেকে ২ হাজারের বেশি বন্দি পালিয়েছে। এছাড়া কারাগারে হামলার ঘটনায় লুটকৃত ৯৪টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৬৫টি।

- Advertisement -islamibank

অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসী জঙ্গিসহ আলোচিত ৪৩ জনকে কারা বিধি অনুযায়ী জামিনে মুক্তি দেয়ার কথা জানান তিনি।

সরকার পতনের পর সারা দেশে চলমান অভিযানে গ্রেপ্তার বিশিষ্ট ৩৭ জন বন্দির মধ্যে ৯ জনকে কারাকোড অনু্যায়ী ডিভিশন দেয়ার কথাও জানান আইজি প্রিজন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM