ভারত থেকে কম দামে পেঁয়াজ আমদানি শুরু

অর্থনীতি ডেস্ক :

৪০ শতাংশ থেকে শুল্ক ২০ শতাংশে নামিয়ে পেঁয়াজ রপ্তানি শুরু করেছে ভারত। হ্রাসকৃত শুল্ক গত শনিবার থেকে কার্যকর হলেও আজ মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) দুপুর থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়।

- Advertisement -

সূত্র জানায়, ভারতীয় কাস্টমস সার্ভারে তা হালনাগাদ না হওয়ায় এই দুই দিন ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।

- Advertisement -google news follower

এ তথ্য নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, গত শনিবার থেকে নতুন শুল্ক কার্যকর হয়েছে।

রোববার ভারতে ছুটির দিন থাকায় তা সার্ভারে যুক্ত করা যায়নি। সোমবারেও উভয় দেশে ছুটি ছিল। মঙ্গলবার সার্ভারে নতুন শুল্ক হার যুক্ত হয়েছে ফলে নতুন শুল্কের আওতায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, রপ্তানিতে শুল্ক কমিয়ে এনেছে ভারত। এছাড়া প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৫৫০ থেকে কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এতে পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

হিলি কাস্টমসের তথ্য মতে মঙ্গলবার প্রথম দিনে ভারতীয় ৪ ট্রাকে ১২৩ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM