চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৪-২০২৪ ইং) দৈনিক যুগান্তর’ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি সাংবাদিক এস এম ফোরকান আবু সভাপতি ও দৈনিক আমাদের সময় ‘ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি আব্দুল্লাহ আল কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ সীতাকুণ্ড প্রেসক্লাবের নিজস্ব ভবনের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়ছে।
এ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে খাইরুল ইসলাম (দৈনিক জাতীয় অর্থনীতি) ও মো: নজরুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক (দৈনিক মানবজমিন), অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল (আজকের পত্রিকা), ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মো: সালাউদ্দিন (দৈনিক যায় যায় দিন), অফিস পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক মো: আবুল খায়ের (দৈনিক সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী (দৈনিক আলোকিত সকাল) নির্বাচিত হয়েছেন। পদাধিকারবলে নির্বাহী সদস্য হিসেবে থাকবেন সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।
উৎসবমুখর পরিবেশে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট, সাংবাদিক মো: নাছির উদ্দিন, সহকারী নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে মো: দেলোয়ার হোসাইন খাঁন ও বাবুল মিয়া বাবলা।
এ সময় নির্বাচন ফলাফল ঘোষনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুজিবর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির সদস্য কাউন্সিলর মো: শামসুল আলম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আহ্বায়ক ডা: কমল কদর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সদস্য সচিব কাজী মো: মহিউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মো: মীজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলার সাবেক আমীর তওহীদুল হক চৌধুরী, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আনোয়ার, সীতাকুণ্ড উপজেলার মিডিয়া সম্পাদক আবুল হোসাইন,জামাত নেতা রায়হান, সীতাকুণ্ড উপজেলার পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ সালে আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ নিজামী, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী সেলিম উদ্দীন।
জেএন/এমআর