চীনের সপ্তম বৃহত্তম মরুভূমি এটি। যার আয়তন ১৮.৬ হাজার বর্গকিলোমিটার। চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এরদোস শহরের উত্তরাঞ্চলে এর অবস্থান। যার নাম খুবুছি মরুভূমি। এ মরুভূমিই এখন ভরে গেছে সবুজে! অথচ এই খুবুছি মরুভূমি একসময় ছিল জীবনের জন্য খুব সীমাবদ্ধ এক এলাকা। যে সময় সেখানকার কৃষক ও পশুপালকদের বার্ষিক আয় ছিল ৪০০ ইউয়ান রেনমিনপিও কম। তখন মরুভূমিতে একমাত্র উঠের পিঠে করে যাতায়াত করতে হতো। একশ’ কিলোমিটার দূরের জায়গায় কাজ করতে যেতে উটের পিঠে কমপক্ষে ৬ দিন সময় লাগতো। আর এখন ৫০০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি মূল্যের পরিবেশগত সম্পদ সৃষ্টি হয়েছে এবং ১০ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সবুজে বদলে যাওয়া মরুভূমি
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।