সেন্সর বোর্ডের নাম বদলে সার্টিফিকেশন বোর্ড!

বিনোদন ডেস্ক :

সেন্সর‘ যুগ শেষে ঢাকাই সিনেমা প্রবেশ করতে চলেছে ‘সার্টিফিকেট’ যুগে।

- Advertisement -

চলচ্চিত্রকর্মীদের আপত্তি থাকায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী চলচ্চিত্র সেন্সর বোর্ড বাদ দিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

- Advertisement -google news follower

আজ বুধবার দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘সেন্সর’ শব্দটি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আপত্তি থাকায় এই শব্দটির পরিবর্তে ‘সার্টিফিকেশন’ শব্দটি দেয়া হচ্ছে।

- Advertisement -islamibank

এর আগে বিদ্যমান ‘ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’–এ ‘সার্টিফিকেশন বোর্ড’ না করে রহিত হওয়া ১৯৬৩ সালের ‘সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট’–এ ‘সেন্সর বোর্ড’ পুনর্গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা, চলচ্চিত্র সংগঠকেরা।

শেখ হাসিনা সরকার পতনের পর নতুন করে সেন্সর-প্রথা বাতিলে সরব হয়েছেন চিত্রকর্মীরা। তারা ২০২৩ সালের ১৩ নভেম্বর গেজেট আকারে প্রকাশিত ‘চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩’ আলোকে নতুন বোর্ড চান।

সেন্সর-প্রথা বাতিল চেয়ে মঙ্গলবারদুপুরে বিএফডিসিতে সংবাদ সম্মেলন করেছেন চলচ্চিত্রকর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ফিল্ম ক্লাবের সভাপতি শামসুল আলম, নায়ক- অভিনেতা ওমর সানী, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, পরিচালক এ জে রানা, সায়মন তারিক, পরিচালক-প্রযোজক শিমুল প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন অনেকে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM