আজ রাতেই ওটিটিতে আসছে শাকিবের ‘তুফান’

বিনোদন ডেস্ক :

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ভক্ত-দর্শকদের অপেক্ষার অবসান ঘটছে। আজ রাতেই চরকিতে আসছে ‘তুফান‘ সিনেমা।

- Advertisement -

দেশি চরকিতে ‘তুফান’ বিশ্বব্যাপী মুক্তি পাবে আজ রাত ১২টায়। এখন যে কেউ ঘরে বসে, যখন ইচ্ছা তখন সিনেমাটি দেখতে পারবেন।

- Advertisement -google news follower

বরাবরের মতো এবারের ঈদেও দর্শকদের কাছে সবচেয়ে আলোচিত সিনেমার তালিকায় ছিল ‘তুফান’ সিনেমাটি। এবারের ঈদে সর্বাধিক সিনেমা হলে চলে এই সিনেমা।

দেশের প্রেক্ষাগৃহে গত ১৭ জুন মুক্তি পায় ‘তুফান’ সিনেমা। এরপর প্রতিবেশি দেশ ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি পায় এই সিনেমা।

- Advertisement -islamibank

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘চরকিতে “তুফান” সিনেমার মুক্তি দর্শকদের জন্য যেমন বিশেষ, সিনেমা বাজারের জন্যও বিশেষ ঘটনা। কারণ, প্রেক্ষাগৃহে তুফানের সাফল্য আমাদের সিনেমার বাজারকে বড় করেছে।

এখন ওটিটিতে মুক্তির মাধ্যমে আমরা বুঝতে পারব বাজারটি আরও কত বড় হতে পারে। চরকিতে “তুফান”–এর মুক্তির মাধ্যমে সিনেমা ব্যবসা এবং বাজারের নতুন অনেক দরজা খুলবে বলে আশা করছি। ’

ওটিটি প্ল্যাটফর্মে তুফানের মুক্তি নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী নাবিলা বলেন, ‘এটা খুবই আনন্দের। দর্শকদের অনেক দিনের অপেক্ষা শেষ হচ্ছে।

চরকিতে “তুফান” মুক্তি পাওয়ার মাধ্যমে দেশ–বিদেশের দর্শকেরা ঘরে বসেই দেখতে পারবেন সিনেমাটি। তাঁদের ড্রয়িংরুম একেকটি প্রেক্ষাগৃহ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।

সিনেমাটির নির্মাতা রায়হান রাফি বলেন, ‘“তুফান” বারবার দেখার মতো সিনেমা। আমরা বড় আয়োজনে সিনেমাটি নির্মাণ করেছি। দেশের দর্শকেরা সিনেমাটি দেখার জন্য কতটা ধৈর্য ধরে আছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যম দেখলে বোঝা যায়। বিদেশে বা অন্য ভাষাভাষীদের মধ্যেও “তুফান” দেখার আগ্রহ অনেক।

চরকিতে সিনেমাটি মুক্তির মাধ্যমে সেই আগ্রহ দর্শকেরা মেটাতে পারবেন। আশা করি, বন্ধু–স্বজন–পরিবার মিলে ঘরে বসে সবাই উপভোগ করবেন “তুফান”। চরকির মাধ্যমে “তুফান” উঠবে প্রতিটি ঘরে। ’

‘তুফান’ সিনেমায় নব্বই দশকের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM