চার জেল সুপার বাধ্যতামূলক অবসরে

দেশজুড়ে ডেস্ক :

সরকার চারটি জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) পদে থাকা কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

- Advertisement -

এ সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আলাদা চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়।

- Advertisement -google news follower

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন: মানিকগঞ্জ জেলা কারাগারের মো. বজলুর রশিদ আখন্দ, শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, টাঙ্গাইল জেলা কারাগারের মো. মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের মো. নেছার আলম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৫নং আইনের ৪৫নং ধারার বিধান অনুযায়ী এই চার তত্ত্বাবধায়ককে অবসর প্রদান করা হয়েছে।

- Advertisement -islamibank

ওই ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী ২৫ বছর চাকরি পূর্ণ করার পর সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে, কোনো কারণ না দেখিয়েই তাকে অবসর প্রদান করতে পারে।

এই আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে জারি করা হয়েছে এবং তা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM