চান্দগাঁওয়ে টার্ফ মাঠ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুবায়ের উদ্দীন বাবু (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জুবায়ের উদ্দিন বাবু চান্দগাঁও থানাধীন চাইল্যাতলি কাজিরপোলের পশ্চিমের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

- Advertisement -

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন।

- Advertisement -google news follower

স্থানীয় লোকজন জানায়, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে।

এতে চাঁন্দগাও থানাধীন ৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশে খেলার টার্ফে দুই গ্রুপের মারামারি হয়। এতে ছুরিকাঘাতে বাবু নিহত হন। এর আগে বিকেল ৫টার দিকে নগরের ৪ নং ওয়ার্ড কাউন্সিল অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

- Advertisement -islamibank

ঘটনাস্থল থেকে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ ঘটনাস্থলে টহলে রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM