নৌকায় ভোট চেয়ে বাদলের রিকশা মিছিল

নৌকার পোস্টারে সজ্জিত রিকশার দীর্ঘ সারি। সামনেও মোটর সাইকেলের বহর। রিকশা যাত্রীদের সবার মুখে নৌকার স্লোগান। ব্যতিক্রমী এ রিকশা মিছিল নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন চট্টগ্রাম-৮ আসনে মহাজোট মনোনীত প্রার্থী মইন উদ্দিন খান বাদল।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) নগরের মোহরা এলাকায় প্রায় দশ কিলোমিটার পথজুড়ে রিকশায় চেপে নৌকার পক্ষে ভোট চান বাদল। রিকশা মিছিলের আয়োজক ছিলেন তরুণ রাজনীতিক আলম দিদার।

- Advertisement -google news follower

এসময় সকলকে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে টানা তৃতীয়বারের মত সংসদ সদস্য করার জন্য নৌকায় ভোট চান বাদল।

রিকশা মিছিলে অংশ নিয়েছেন ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. বিদ্যুৎ বড়ুয়া, সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও বেসরকারি কারা পরির্দশক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, ব্যারিস্টার কফিল উদ্দিন, বিপ্লব দেব লালু, যুবলীগ নেতা ইকবাল হোসেন, মোহাম্মদ রুবেল, আসফাক খান, শাকিল হায়াত খান, আসাদুজ্জামান, এস এম মুন্না, ছাত্রলীগ নেতা মাহির আল ফয়সাল, শাহরিয়ার হোসেন অভিসহ দলীয় নেতাকর্মীরা।

- Advertisement -islamibank

আয়োজক আলম দিদার বলেন, চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তবে সেই প্রচারণা ছিল গতানুগতিক। তাই আমি ব্যতিক্রমী এ রিকশা মিছিলের আয়োজন করে প্রার্থীকে রিকশায় বসিয়ে জনগণের আরো কাছাকাছি নেয়ার চেষ্টা করেছি।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM