নিজেদের মাঠে প্রতিপক্ষকে শুরু থেকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। তবে ফিনিশিংয়ের সমস্যায় প্রথমার্ধে পাওয়া হয়নি গোল। দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে বিপদ বাড়ায় স্প্যানিশ জায়ান্টরা। তবে সেই ধাক্কা সামলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে একটি গোল এবং অ্যাসিস্ট করে ম্যাচ জয়ের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের ৫৪ মিনিটে একুশ শতকে রিয়ালের প্রথম গোলকিপার হিসেবে স্প্যানি লা লিগার ম্যাচে আত্মঘাতী গোল করলেন থির্বো কোর্তোয়া। তবে চার মিনিট পর প্রতিপক্ষের গোলকিপারের ভুলে সমতায় ফেরে রিয়াল।
৫৮ মিনিটে এস্পানিওলের গোলকিপার গার্সিয়ার ভুলে রিয়ালকে সমতায় ফেরান দানি কারভাহাল। ৭৫ মিনিটে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৫ মিনিটে ভিনিসিয়ুসের নিচু ক্রস থেকে ডান পায়ে শটে জাল খুঁজে নেন রদ্রিগো।
৭৮ মিনিটে ব্যবধান বাড়ান ভিনি। বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন ২৪ বছর বয়সী এ ব্রাজিলিয়ান। চলতি মৌসুমে লা লিগায় ৬ ম্যাচে ৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি।
রদ্রিগোর বদলি নামা আরেক ব্রাজিলিয়ান এনদ্রিক পেনাল্টি আদায় করে নেন। সফল স্পট-কিকে রিয়ালের জার্সিতে নিজের ষষ্ঠ গোল করেন ফরাসি তারকা এমবাপ্পে।
স্প্যানিশ লা লিগায় চলছে রিয়ালের জয়যাত্রা। ফলে দুই মৌসুম মিলিয়ে টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল স্প্যানিশ ক্লাবটি। এ সময়ে ২৮ ম্যাচে জয়ের পাশাপাশি ১০টিতে ড্র করে তারা।
এতে স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের অপরাজিত থাকা রেকর্ডে ভাগ বসালো রিয়াল মাদ্রিদ। ১৯৭৯ থেকে ১৯৮০ সালে লিগে ৩৮ ম্যাচ অপরাজিত (২২ জয়, ১৬ ড্র) ছিল সোসিয়েদাদও। পরে ম্যাচের ড্র বা জয়ে সোসিয়েদাদকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ড এককভাবে নিজেদের করে নেবে লস ব্ল্যাঙ্কোসরা।
টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বার্সেলোনার। স্প্যানিশ লিগে ২০১৭ থেকে ২০১৮ সালে ৪৩ ম্যাচ অপরাজিত (৩৪ জয়, ৯ ড্র) ছিল কাতালান জায়ান্টরা।
৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে রিয়াল। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা।
জেএন/এমআর