একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীদের সমর্থন জানিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী দিদারুল আলম দিদার, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মইন উদ্দীন খান বাদল, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী ডাঃ আফছারুল আমিন এবং চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী এম এ লতিফের সমর্থনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সামাজিক সংগঠন তারুণ্যের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রশিদ লোকমান।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও তারুণ্যের প্রধান পৃষ্ঠপোষক আ জ ম নাছির উদ্দীন। সমাবেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসান উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহাজাদা মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ মোমিনুল হক, সুচিন্তা চট্টগ্রাম বিভাগের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত, তারুণ্যের সংগঠক সৈয়দ আছরাউল্লাহ্ আদিল, সাহাবউদ্দিন বাদশা, মফিজুর রহমান দুলাল, সালাউদ্দিন মামুন, সরওয়ার কাজেমী, আবু নাসের মুন্সি টুটুল, আইয়ুব চৌধুরী, রকিবুল ইসলাম, জাহেদ আলম, আলাউদ্দিন বাবু, রাশেদুল ইসলাম, যিশু দাশ, মো. মহিউদ্দিন, শাহীন খান, আলমগীর আবির, আনিসুল হুদা, রিদুয়ানুল হায়দার, শাহাদাত হোসেন শাকিল, ওমর ফারুক জিসান, ইমরান আরেফিন, মো. আসিফ, আকিব রায়হান, মো. জিহান, সাজ্জাদ শাকিল, আশরাফুল ইভান সাগর, সরজিত দে, মো. আরাফাত, মো. আজিজ প্রমুখ।
সমাবেশ শেষে ট্রাক যোগে চট্টগ্রামের সব সংসদীয় আসনে তারুণ্যের কর্মীরা নৌকার পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেন।