খতিয়ানে জায়গার মালিকের নামের সাথে তার নাম হুবহু মিল। পাহাড়তলী সাব রেজিস্ট্রি অফিসে ভুয়া দাতা সেজে আমমোক্তারনামা দলিল রেজিস্ট্রি করতে এসে ধরা খেলেন মোঃ শহিদ নামে এক ব্যক্তি। একই সাথে দলিল সনাক্তকারী মোঃ আলীসহ আরও দুইজনকে আটকানো হয়।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী রেজিস্ট্রার আলী আজগর জানান, রেজিস্ট্রি অফিসে এক আমমোক্তানামা দলিল রেজিস্ট্রি করতে আসলে জবাববন্দিতে দলিলের দাতার কথাবর্তা অসংলগ্ন মনে হলে দাতা ও সনাক্তকারী আটকানো হয়।
আরও যাচাই বাছাই চলছে এবং শহিদুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্ততি নিচ্ছেন। মূলত তারা জাল দাতা সেজে দলিল রেজিস্ট্রি করতে আসছিলেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার এসআই মোঃ সেলিম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেছি। কাপজপত্র যাচাই বাছাই করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমরা এখন রেজিস্ট্রি অফিসে। একটু পর তাদের নিয়ে থানার উদ্দেশ্যে রাওনা দিবো।
জেএন/এমআর