পটিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ৩ পুলিশ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের পটিয়া উপজেলার (চট্টগ্রাম-কক্সবাজার) মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবদুল মান্নান (৪৮) নামের সিএনজিচালক নিহত হয়েছেন।

- Advertisement -

এ ঘটনায় পুলিশের তিন এসআই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পটিয়া শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

নিহত আবদুল মান্নান পটিয়া আশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার আলীর বাড়ির মৃত আনু মিয়ার ছেলে।

- Advertisement -islamibank

আহতরা হলেন-পটিয়া থানায় কর্মরত এসআই নয়ন চাকমা, এসআই আবুল খায়ের ও এসআই জুয়েল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে তিন পুলিশ সদস্য চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত পুলিশের পদোন্নতিজনিত বিভাগীয় পরীক্ষা শেষে পটিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজ অতিক্রম করে পটিয়া শান্তিরহাট এলাকা যেতেই সিএনজিচালক মান্নান তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা মারেন।

এ ঘটনায় মান্নান ও তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের প্রথম পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে গুরুতর আহত মান্নানকে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানে ডা. মোশাররফ হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মান্নানের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, তিনজন পুলিশ সদস্যকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে এসআই নয়নের অবস্থা আশঙ্কাজনক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM