চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ ৯নং ওয়ার্ডে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুলের আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট, সন্দ্বীপ।
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে শনিবার (২৮ সেপ্টেম্বর) অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ছেনি বাবুল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার সহযোগী মো. সোহাগকে মাদক ও ২টি পাইরোটেকনিকসহ আটক করা হয়।
পরবর্তীতে আটকৃক সোহাগের দেয়া তথ্যের ভিত্তিতে মো. মিল্লাদ এবং মামুন নামে আরও ২ সন্ত্রাসীকে ১টি রিভলবারসহ আটক করা হয়।
চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দ্বীপের বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে।
ছেনি বাবুলের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক ৩ সন্ত্রাসীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।
জেএন/পিআর