খৈয়াছড়া ঝরনা সাময়িক বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টম্বর) পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর পর আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্কার কাজের কথা জানিয়ে ঝরনায় প্রবেশে সাময়িক বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম উত্তর বনবিভাগ। তবে সাময়িকভাবে শুধুমাত্র খৈয়াছড়া ঝরনাটি বন্ধ রাখার কথা জানানো হয়।

- Advertisement -

এদিকে, ঝরনায় ভ্রমণের সময় বন বিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সাথে নিয়ে ভ্রমণ করার অনুরোধ জানিয়েছে বনবিভাগ। তবে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের অন্তর্গত অন্যান্য ঝরনা জনসাধারণের জন্য খোলা থাকবে।

- Advertisement -google news follower

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘চলমান বিরুপ আবহাওয়া এবং সংস্কার কাজের জন্য খৈয়াছড়া ঝরনাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে এ ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটে। পানি এসে পাথরগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। যে কারণে ঝরনা থেকে ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলছে। কাজ শুরু করেছে আজকে, হয়তো দুই চারদিন লাগবে। এইজন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM