চসিক প্রশাসকের সাথে পূজা উদযাপন পরিষদের বৈঠক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেছেন-ধর্মীয় মর্যাদায় পরিপূর্ণ শান্তি-শৃংখলা ও সৌহার্দপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপনের প্রস্তুতি গ্রহণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

- Advertisement -

সোমবার সকালে নগর ভবনের কনফারেন্স রুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ, নগরীর ১৬ (ষোল) থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

- Advertisement -google news follower

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনিষা মহাজন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, শাহরিন ফেরদৌস, রক্তিম চৌধুরী, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসি ট্রাফিক মো. দেলোয়ার হোসেন, পিডিবি’র উপ বিভাগীয় প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ, চট্টগ্রাম সিটি কর্পোরেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি আশুতোষ দে, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন-বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি অক্ষুন্ন রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে। বিগত বছরগুলোর ন্যায় শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা মন্ডপে পরিষ্কার পরিচ্ছন্ন, আলোকায়ন, পানীয়-জলের ব্যবস্থা এবং পূজার্থীদের নিরাপত্তাসহ পতেঙ্গা সমুদ্র সৈকতে শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জনের সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শারদীয় দূর্গাৎসব চলাকালে আপনাদের সার্বিক সহযোগিতায় এই চট্টগ্রামকে সম্প্রীতির শহর হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। তিনি মন্ডপে পূজা চলাকালে ভক্ত ও পূজারীদের সুবিধার্থে শান্তি শৃংখলা রক্ষায় সতর্ক থাকতে আয়োজকদের প্রতি আহ্বান জানান।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM