তৃতীয় দফায় সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

অনলাইন ডেস্ক

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফের তৃতীয় দফায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে মঙ্গলবার (১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত আরও তিনদিন পযর্টকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

- Advertisement -

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তারের সই করা এক চিঠিতে তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

চিঠিতে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১-৩ অক্টোবর পর্যন্ত তিনদিন সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার জানান, সাজেকে পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণের নিরুৎসাহিত করার সময় আরও তিন বাড়ানো হয়েছে।

- Advertisement -islamibank

১-৩ অক্টোবর পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে, গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় গত ২৫-২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় ধাপে আরও তিন দিন ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলেও ফের তৃতীয় ধাপে ১-৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা সময় বৃদ্ধি করা হয়েছে।

তবে নিরুৎসাহিকরণের কথা বলা হলেও কার্যত সাজেক যাওয়া বন্ধ থাকে এই সময়টাতে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM