অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক :

নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

- Advertisement -

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন বলিউড তারকা গোবিন্দা।

- Advertisement -google news follower

রিভলবার পরিস্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার পায়ে গুলি লাগে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিং বলেছেন, গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে নিজের রিভলবারটি তুলে রাখতে যান। এসময় হঠাৎ বন্দুক মাটিতে পড়ে গিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে গোবিন্দার পায়ে লাগে।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, চিকিৎসকরা অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করেছেন। তিনি এখন শঙ্কামুক্ত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM