সাবেক সচিব মেজবাহ ও বসুন্ধরার কো-অর্ডিনেটর আদনান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -

বুধবার সকালে ডিএমপির মুখপাত্র মো. তালেবুর রহমান এ তথ্য জানান।

- Advertisement -google news follower

মঙ্গলবার রাতে পৃথক সময় তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মুখপাত্র মো. তালেবুর রহমান বলেন, “রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। ওইসব নির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।”

- Advertisement -islamibank

মেজবাহ উদ্দিন আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ১৯৯৩ সালে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ভোলায়। বিসিএস ১১ ব্যাচের এই কর্মকর্তা যুব ও ক্রীড়া সচিব হওয়ার আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রীর সাবেক পিএস, খুলনার জেলা প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM