সেনাবাহিনীকে নির্বাচনি মাঠে নামিয়ে তাদের হাত-পা বেঁধে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেনাবাহিনীকে মাঠে নামিয়ে তাদের হাত-পা বেঁধে রেখেছেন। তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডাররা বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের মিছিলে বাধা দিয়েছে। তারা বিএনপির নির্বাচনি এজেন্ট, কর্মী-সমর্থকদের এলাকাছাড়া করেছেন বলেও তিনি অভিযোগ করেন।