লক্ষ্মীপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৪টি আসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের পৃথকভাবে বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। নির্বাচনি প্রচারণা শেষ হওয়ায় জেলাজুড়ে শান্ত পরিবেশ বিরাজ করছে।

- Advertisement -

জানা যায়, জেলার ৪টি আসনে ঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে মোট ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রযেছেন। নিজ নিজ কার্যালয় থেকে প্রার্থীরা তাদের নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন।

- Advertisement -google news follower

জেলা পুলিশের পক্ষ থেকে ৪৪৬টি কেন্দ্রের মধ্যে ৩৪৬টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।

জয়নিউজ/আতোয়ার/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM