ইরাকি ড্রোন হামলায় ইসরায়েলের ২ সেনার মৃত্যু

ভিনদেশ ডেস্ক :

ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এ ঘটনায় ২জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন।

- Advertisement -

আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর, একজন মাঝারি ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া বাকি সেনারা সামান্য আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের

- Advertisement -google news follower

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করে টাইমস অব ইসরায়েল।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালায় ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স।

- Advertisement -islamibank

ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশে গত এক বছরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথমবারের মতো ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এমন বড় ধরনের সেনা হতাহতের ঘটনা ঘটিয়েছে।

নিহত ইসরায়েলি সেনার সংখ্যাটি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ ১৯৭৩ সালের পর এই প্রথম কোনও ইরাকি হামলায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM