করাচি বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ, চীনা নাগরিকসহ বহু সেনা হতাহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত দুইজন চীনা নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

এদিকে পাকিস্তানে চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে বহু পাকিস্তানি সেনা হতাহত হয়েছে। সিন্ধু প্রদেশে জ্বালানি প্রকল্পে কর্মরত চীনা ইঞ্জিনিয়ারের কনভয়ে লক্ষ্য করে এই হামলা হয়েছে।

- Advertisement -google news follower

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে তিনজন বিদেশি নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৭ জন। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়।

পুলিশ ও প্রাদেশিক সরকার জানিয়েছে, বিমানবন্দরের বাইরে একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে।

- Advertisement -islamibank

এরইমধ্যে এই হামলার দায় স্বীকার করেছেন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠী চীনা নাগরিকদের লোকদের লক্ষ্য করে অনেক হামলা চালিয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM