একদিন বাড়ছে দুর্গাপূজার ছুটি

অনলাইন ডেস্ক

হিন্দু সম্পদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিজয়া দশমির আগে সর্বশেষ কর্মদিবস বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হচ্ছে।

- Advertisement -

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, “দুর্গাপূজার ছুটি এবছর একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

এ সিদ্ধান্তের ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ১৩ অক্টোবর (রবিবার) বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছুটি ঘোষণা হলে দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চার দিন ছুটি থাকবে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM