পেকুয়ায় বোরকা বাহিনীর প্রধান গিয়াস উদ্দিন (৩৫) প্রকাশ খোকনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। খোকন টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার মৃত বাদশাহর ছেলে।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার টইটং সীমান্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি থ্রী-কোয়াটার বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ খোকনকে অস্ত্রসহ আটক করে। খোকন একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ, ধর্ষণ, ছিনতাই ও অস্ত্র আইনে ডজনখানেক মামলা রয়েছে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া জয়নিউজকে বলেন, নির্বাচনকে বানচাল করতে খোকনের নেতৃত্বে সন্ত্রাসীরা পাহাড়ে জড়ো হয়েছে এমন খবর ছিল পুলিশের কাছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করে।