ভূমি সংক্রান্তে জটিলতা নিরসনে জেলা প্রশাসক কার্যালয়ে সেবাগ্রহীতাদের নিয়ে গণশুনানী

অনলাইন ডেস্ক

ভূমি সংক্রান্তে বিভিন্ন জটিলতা ও জনমনে নিরাপত্তাসহ নানাবিধ সমস্যা নিয়ে আজ ৯ অক্টোবর বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের অধীনে অনুষ্ঠিত গণশুনানীতে প্রায় ৪০ জন সেবা-গ্রহীতা তাদের ভূমিসহ বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসেন। গণশুনানীতে গ্রাহকদের অভিযোগ ও বক্তব্য শুনে তাদের সমস্যা সমাধানে জেলা প্রশাসক তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরকে সমস্যা সমাধানে নির্দেশনা দেন। এসময় জনগণ ভূমি অধিগ্রহণসহ ভূমি সংক্রান্তে বিভিন্ন জটিলতা নিরসনের লক্ষ্যে সেবাগ্রহীতারা জেলা প্রশাসকের শরণাপন্ন হন।

- Advertisement -google news follower

সর্বস্তরের জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিতে জেলা প্রশাসনের এরূপ গণশুনানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি-উর রহিম জাদিদসহ সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসময় উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM