আজ থেকে সোয়া লাখ বছর আগে মহাসাগরের পানির স্তর ৩০ ফুটেরও বেশি উঠে এসেছিল। অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলে যাওয়ায় ভূপৃষ্ঠের প্রায় পুরোটাই গিয়েছিল পানির নিচে ।
আবার হয়তো ঘটতে চলেছে এমনটাই। কুমেরুর বরফ খণ্ডগুলো খুব দ্রুত গলে যাচ্ছে। আর এবার মহাসাগরগুলোর পানির স্তর উঠে আসবে ৭০-৮০ ফুট! ফলে আবারো ডুববে পৃথিবী।
ওরেগন স্টেট ইউনিভার্সিটির ক্লাইমেট সায়েন্স বিভাগের হালের একটি গবেষণায় মিলেছে এই ভয়াবহ অশনিসংকেত।
বিশ্ববিদ্যালয়টির ক্লাইমেট সায়েন্স বিভাগের সিনিয়র প্রফেসর আন্দ্রেজ কার্লসনের নেতৃত্বে গবেষক দলে রয়েছেন ওই বিশ্ববিদ্যালয়েরই আরও দুই অধ্যাপক সিদ্ধার্থ রঙ্গনাথন ও দেবযানী দত্ত ভট্টাচার্য।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সায়েন্স জার্নালে।