চবি শিক্ষার্থীবাহী বাস উল্টে আহত ২৫,পথচারী নিহত

সাজেক ভ্রমণে যাওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে গেছে। এতে ১ জন পথচারী নিহত হয়েছেন। আর ৪ জন গুরুতর আহত সহ অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১০ আগস্ট) সকালে খাগড়াছড়ির আলুটিলায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

আহতদের মধ্যে ১১ জনের নাম পাওয়া গেছে। তারা হল এহসান, হাসান, ইকবাল, রিয়াদুল ইসলাম, তাজিন, ইসরাত, আতাহার মাসুম, নয়ন দাশ, এহসান, সাব্বির,শারমিন আক্তার। এরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

বাসটির যাত্রিরা জানায়, ফেসবুক ভিত্তিক চবির একটি গ্রুপ ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাব’ থেকে সাজেক ভ্যালি ভ্রমণের উদ্দেশে যাচ্ছিল বাসটি। এতে মোট ৪৫ জন যাত্রী ছিল।

- Advertisement -islamibank

আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তাদেরকে আশংকামুক্ত ঘোষণা করেছে কর্তব্যরত চিকিৎসক। আর বাকিদের খাগড়াছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরা জানান, সকাল দশটার দিকে আলুটিলা এলাকায় বাসটি উল্টে যায়। ওই রাস্তাটা খুব ঢালু ছিল। ওখানে আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে কন্ট্রোল করতে পারেনি।

দুর্ঘটনার কারণ হিসেবে যাত্রীরা বলেন, বাসটি একেবারে লক্কর ঝক্কর। তাছাড়া বেপরোয়া গতিতে চলছিল
এর আগে বাসটি মানিকছড়ি ও গুইমারাতে দুই দফা নষ্ট হয়েছিল বলেও জানান তারা।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM