সাংবাদিকদের অবসর ভাতার আওতায় আনার চিন্তা!

অনলাইন ডেস্ক

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে। এর অংশ হিসেবে সাংবাদিকদের অবসর ভাতার আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।

- Advertisement -

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিক ও বার্ষিক সাধারণ সভায় তিনি এই কথা বলেন।

- Advertisement -google news follower

এম আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের যারা পেশাগত দায়িত্ব পালনকালে মামলার শিকার হবেন তাদের ব্যাপারে কল্যাণ ট্রাস্ট আইনগত সহায়তা করবে। এ ব্যাপারে একটি কমিটি গঠনে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সরকারের কাছে অসচ্ছল সাংবাদিকদের সন্তানদের শিক্ষায় আর্থিক সহায়তা প্রদানের জন্যও প্রস্তাব দিয়েছে।

এই সাংবাদিক নেতা বলেন, অন্য পেশার সমবায়ীরা নিজেদের ভাগ্যের উন্নয়নের সফল হলেও প্রয়োজনীয় সক্রিয়তা ও উদাসীনতার কারণে সাংবাদিকদের সমবায় সংগঠন উল্লেখ করার মতো সাফল্য অর্জন করতে পারছে না।

- Advertisement -islamibank

ডিআরইউ মিলনায়তনে সমিতির সভাপতি এস এম আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ (কাল্ব)-এর চেয়ারম্যান এবং দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ চেয়ারম্যান আগষ্টিন পিউরীপিকেশন। তিনি বলেন, সমবায় ছোট একটি শব্দ। কিন্তু এর তাৎপর্য অনেক বেশি। বিশ্বাস, আস্থা এবং দৃশ্যপটে মাধ্যমে উন্নয়নের জোয়ার বয়ে আনা সম্ভব। সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। সাংবাদিকদের মাধ্যমে জাতির অনেক কিছু পরিবর্তন এবং সাফল্যজনক অনেক কিছু করা সম্ভব।

সভায় আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, ডিইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল এবং ডিআরইউর সাবেক সভাপতি মোরসালিন নোমানী প্রমুখ।

সভাপতি এস এম আবুল হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক বদরুল আলম চৌধুরীর সম্পাদনায় সমিতির কর্ম অধিবেশন শুরু হয়। সম্পাদক ও কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদনের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন ১৪ জন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM