জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ

প্রতিবেশী ডেস্ক :

ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ বুধবার জম্মু ও কাশ্মীরের (জেএন্ডকে) প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

- Advertisement -

এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

- Advertisement -google news follower

প্রতিবেদনে বলা হয়েছে, শের-ই-কাশ্মির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সামনে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ।

ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। জম্মু-কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন এবার শেষ হতে যাচ্ছে।

- Advertisement -islamibank

প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের আগেই রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করা হবে।

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মিরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯০টি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স ৪২টি এবং কংগ্রেস ৬টি আসনে জয়লাভ করে। এ দুটি দল মিলে সরকার গঠন করছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM