চট্টগ্রাম নগরের খুলশী মার্ট সুপারশপ এবং স্বপ্ন সুপারশপে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসন এবং কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় খুলশী মার্ট সুপারশপ এবং স্বপ্ন সুপারশপে বিক্রয়ের জন্য প্রদর্শিত বিভিন্ন কৃষি পণ্যের মূল্য তালিকা না থাকা, একই পণ্যের ভিন্ন মূল্যে বিক্রয় করাসহ নানা অনিয়মের অভিযোগে কৃষি বিপণন আইন ২০১৮ এবং কৃষি বিপণন বিধি ২০২১ অনুযায়ী যথাক্রমে পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন এবং কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জী উপস্থিত ছিলেন।
জেএন/এমআর