‘পারকি সৈকতকে আকর্ষণীয় করতে মাস্টারপ্লান নেওয়া হবে’

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, দেশে পর্যটন স্পটে পারকি সৈকত বেশ জনপ্রিয়। তাই পারকি সৈকতের উন্নয়নে মাস্টারপ্লান হাতে নেওয়া হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকত পরিদর্শনকালে এ বলেন তিনি।

- Advertisement -google news follower

ফরিদা খানম বলেন, মাস্টারপ্লানে সৈকতের প্রবেশ সড়ক, সৈকত রক্ষা বাঁধ, সার্বক্ষণিক বিদ্যুৎব্যবস্থা, পার্কিং ব্যবস্থা ও উন্নতমানের স্যানিটেশন ব্যবস্থা থাকবে। আগামীতে জেলা পর্যটন ব্যবস্থাপনার সভা পারকি সৈকতে করার পরিকল্পনাও রয়েছে। এতে করে পারকি সৈকত আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে।

আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, কর্ণফুলী টানেল ও দেশের প্রধান সমুদ্র বন্দর ঘিরে পারকি সৈকত বেশ জনপ্রিয়। পারকি সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের নির্দেশে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হবে।

- Advertisement -islamibank

এ সময় উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) মো. কামরুজ্জামান, এডিসি ( শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ রহিম শাহ্, বিএনপি নেতা শামসুল ইসলাম, পারকি সৈকতের ব্যবসায়ী মো. কাশেম, নুর কাশেম, নুরুজ্জামান, ইলিয়াস, মো. মোখতার, শাহেদ ও ইউনুস জুয়েল।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM