কর্ণফুলীতে পারিবারিক কলহে রিকশাচালকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা (৩ নম্বর ওয়ার্ড) মনির গোষ্ঠীর বাড়িতে পারিবারিক কলহের জেরে এক রিকশা চালক আত্মহত্যা করেছে।

- Advertisement -

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ ঘরের একপাশে গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

- Advertisement -google news follower

তার নাম মেহেদী হাসান (১৭)। সে ওই এলাকার মোহাম্মদ বেলালের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। তাদের পরিবারে ১১ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই অসুস্থতার কারনে মেহেদী রিকশা চালাতে না যাওয়ায় সংসারে অভাব দেখা দেয়। এনিয়ে কথাকাটাকাটি হয়। মেহেদীকে বকাঝকা করেন তার মা।

- Advertisement -islamibank

পারিবারিক কলহের জেরে ঘরের একপাশে গ্রিলে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে মেহেদি।

রাতে তার মা ঘরে ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন এবং অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

বলেন, পুলিশ যাওয়ার আগেই ভিকটিমকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM