গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর থেকেই নানা আলোচনা, কোথায় আছেন হাসিনা। মাঝে তিনি সংযুক্ত আরব আমিরাত চলে গেছেন বলে ওঠে গুঞ্জন। এমনকি ভারত তাকে ‘ট্রাভেল পাস’ দিয়েছে বলেও খবর উঠে আসে গণমাধ্যমে।
এসব বিষয়েই এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতের মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের রণধীর জয়সোয়াল জানান, শেখ হাসিনা এখনো ভারতেই আছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর ভারতে চলে আসার বিষয়ে আগেই জানানো হয়েছিল, নিরাপত্তার কারণে অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন। এখনো আছেন, থাকবেন (কন্টিনিউজ টু বি)।’
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার একাধিক প্রশ্ন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাদের ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভারতের মনোভাব কী জানতে চাওয়া হলে রণধীর জয়সোয়াল শুধু বলেন, তারা এই বিষয়ে প্রতিবেদন দেখেছেন। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
বাংলাদেশে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চসহ ৮টি জাতীয় দিবস বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
জেএন/পিআর