গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৩

ভিনদেশ ডেস্ক

গাজায় গণহত্যা বন্ধ করছে না ইসারয়েল। প্রতিদিনই নারী-শিশুসহ বেসামরিক লোকজনকে হত্যা করছে দেশটির বর্বর সৈন্যরা।

- Advertisement -

শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণলায়।

- Advertisement -google news follower

নিহতদের মধ্যে ২১ জন নারী ছিলেন এবং ধ্বংসস্তূপ ও ভবনের নিচে আটকেপড়া অনেকের কারণে মোট মৃত্যুর সংখ্যা ৫০ হতে পারে।

বোমা বিস্ফোরণে ৮৫ জনেরও বেশি লোক আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে।

- Advertisement -islamibank

জাবালিয়া গাজার উত্তরাঞ্চলে অবস্থিত। সেখানে গত দুই সপ্তাহ ধরে আবারও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। কারণ শরণার্থী ক্যাম্পটিতে পুনরায় সংগঠিত হয়েছিল হামাসের যোদ্ধারা।

এ ছাড়া সেখানে বেসামরিক সরকারও পুনঃপ্রতিষ্ঠিত করতে সমর্থিত হয়েছিল তারা।

উল্লেখ্য, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০। গাজা-ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM