বাংলাদেশ ফায়ার সার্ভিসকে সরঞ্জাম উপহার দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

পানি থেকে দ্রুত উদ্ধার এবং বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষায় বাংলাদেশ ফায়ার সার্ভিসকে সরঞ্জাম উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।

- Advertisement -

রোববার (২০ অক্টোবর) বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্যাসিফিক অগমেন্টেশন টিম।

- Advertisement -google news follower

সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে আটটি নৌকা, ১১০টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম। এছাড়াও বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষার জন্য ১২০টি ডিসপোজেবল কভারঅল এবং ১০০টি মেডিকেল ব্যাগ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। স্বাস্থ্য, নিরাপত্তা বা পরিবেশের জন্য বিপজ্জনক পদার্থ উপস্থিত থাকতে পারে এমন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রথম সারির কর্মীদের সহায়তা করবে এসব সরঞ্জাম।

প্যাসিফিক অগমেন্টেশন টিম এবং বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ বছর ধরে একসঙ্গে কাজ করছে, এর আগে তারা বহু মেডিকেল ফার্স্ট রেসপন্ডার সেমিনার এবং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে। প্যাসিফিক অগমেন্টেশন টিম বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা তৈরি এবং বিনিয়োগের সুযোগ খুঁজে চলেছে।

- Advertisement -islamibank

যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডিন বলেন, এই অনুদান আমাদের স্থায়ী অংশীদারত্ব এবং দুর্যোগ প্রতিক্রিয়া ও জীবন রক্ষার প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতির প্রমাণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM