চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরাণীহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মুদি দোকানিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকালে পরিচালিত অভিযানে দোকানে মূল্যতালিকা না টাঙানো ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় এসব দোকানিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
তিনি জানান, অভিযানে মুদি দোকানি আবসার উদ্দীনকে ৩ হাজার, ভাস্কর পালকে ১ হাজার ও রেজাউল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
তাছাড়া সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরকার নির্ধারিত দামে বিক্রি করা এবং বিক্রেতাকে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণসহ সরকারি সকল নিয়ম মানার পরামর্শ দেওয়া হয়।
জেএন/পিআর