মালয়েশিয়ায় ৩৪ বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী গ্রেফতার

প্রবাসী ডেস্ক

মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি নির্মাণ স্থল থেকে ৩৪ বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

- Advertisement -

এছাড়া গ্রেফতার করা হয়েছে স্থানীয় একজন নিয়োগকর্তার প্রতিনিধিকেও।

- Advertisement -google news follower

রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, শুক্রবার (১৮ অক্টোবর) ক্লুয়াং এলাকায় একটি হাউজিং প্রকল্প সাইটে অপ কুটিপ নামের অভিযান চালিয়ে ৪৩ জন অবৈধ অভিবাসী এবং একজন স্থানীয় নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়।

স্টেট জিআইএম ডিরেক্টর দাতুক মোহম্মদ রুশদি মোহদ দারুস রোববার (২০ অক্টোবর) এক বিবৃতিতে বলেছেন, বৈধ অনুমতি ছাড়াই নির্মাণস্থলে কাজ করছে বিদেশিরা। জনসাধারণের এমন অভিযোগের পর শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -islamibank

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ২১ থেকে ৪৯ বছর বয়সি চার নারী, ৩৪ বাংলাদেশি পুরুষ এবং ৯ জন ইন্দোনেশিয়ান রয়েছে।

অভিযানে মোট ৮৫ জন বিদেশি ও স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করার সময় কেউ কেউ পাশের নদীতে ঝাঁপ দেওয়াসহ পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

মোহাম্মাদ রুশদি বলেন, এই অভিযানে জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পাশাপাশি ক্লুয়াং ইমিগ্রেশন, বাতু পাহাত, সেগামাত এবং মুয়ার শাখার এনফোর্সমেন্ট অফিসারদের সমন্বয়ে অভিযান চালানো হয়। খবর, প্রবাসবার্তা ।

এদিকে পৃথক আরেকটি বিবৃতিতে রুশদি বলেছেন, জিআইএম নার্সিং শাখার প্রয়োগকারী ইউনিট ১৭ অক্টোবর বৃহস্পতিবার জেলার একটি বাড়িতে অপ সাপু অভিযানে পাসপোর্ট এবং বৈধ ভ্রমণ নথি ছাড়াই কাজ করছে এমন অভিযোগে ৬ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে ১ জন বাংলাদেশি এবং ৫ ইন্দোনেশিয়ার নাগরিক। যাদের বয়স বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM