চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শমসেরপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ও সাজ্জাদ গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ঘটনাটি ঘটে। এতে তাহসান (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
গোলাগুলির খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছানোর পর উভয় পক্ষ সেখান থেকে পালিয়ে যায়।
পরে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে তাহসানের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত তাহসান সরোয়ার গ্রুপের সমর্থক ও ওই এলাকার ছাত্রলীগ কর্মী বলে স্থানীয় সুত্র জানায়।
স্থানীয় লোকজন জানান, গুলিতে নিহত তাহসান চান্দগাঁও থানার মাইজপাড়া হাজিরপুল এলাকার মোহাম্মদ মুছার ছেলে।
জানা গেছে, চান্দগাঁও এলাকার শমসের পাড়া মেডিকেল কলেজ থেকে বানিয়ারা পাড়া পর্যন্ত দুটি গ্রুপের আধিপত্য বিস্তার ছিলো।
আশপাশের ভাসমান দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজিরও নানা অভিযোগ ছিলো দুই গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারনা স্থানীয়দের।
তাছাড়া কয়েকদিন আগেও এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে প্রকাশ্যে মহড়াও দিয়েছেন বলে সাধারণ লোকজনের অভিযোগ।
এদিকে গোলাগুলি ও মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করলেও কি কারণে ঘটনার সুত্রপাত তা তাৎক্ষণিক জানাতে পারেনি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
জেএন/পিআর