আরও ২শ মেট্রিক টন পেঁয়াজ এলো মিয়ানমার থেকে

অর্থনীতি ডেস্ক

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে ২০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেঁয়াজ ভর্তি একটি কার্গো জাহাজ টেকনাফ বন্দরে এসে নোঙর করে।

- Advertisement -google news follower

ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ম্যানেজার সৈয়দ মো. আনোয়ার হোসেন জানান, মেসার্স ফারুক ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে।

তিনি আরও বলেন, পেঁয়াজগুলো জাহাজ থেকে খালাস করার পর চট্টগ্রামের খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

- Advertisement -islamibank

এর আগে বৃহস্পতিবার একই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রথম চালানে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।

স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর বৃহস্পতিবারই আসে প্রথম চালান।

স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল, কিন্তু বৃহস্পতিবার প্রথম চালানটি এসেছে।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম জানান, বিশাল একটি কার্গো জাহাজে পেঁয়াজসহ বিভিন্ন ধরনের পণ্য এসেছে।

জাহাজটিতে ৩৩ হাজার ব্যাগ পেঁয়াজ, শুঁটকি মাছ, শুকনো সুপারিসহ অন্যান্য পণ্য রয়েছে। শুল্ক আদায় করার পর পেঁয়াজগুলো খালাস করে ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM