চোরাই পথে আসা ভারতীয় বিপুল জিরাসহ কাভার্ডভ্যান জব্দ,আটক ৩

দেশজুড়ে ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারত থেকে চোরাই পথে আসা ৮০ বস্তা ভারতীয় জিরা ভর্তি একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পু্লিশ। এসময় ৩ জনকে আটক করা হয়।

- Advertisement -

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় আশুগঞ্জ থানার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদেরকে আটক করে পুলিশ।

- Advertisement -google news follower

আটককৃতরা হলো, সিলেটের সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার বোনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবু সিদ্দিক (২০), জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার লিলাশিখা নতুন পাড়া গ্রামের মো. আলমের ছেলে বাহাদুর (২৯) ও রাজশাহী জেলার শাহমখদুম উপজেলার নবা নতুন পাড়া গ্রামের মৃত গাফ্ফারের ছেলে মো. সাগর (২৭)।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -islamibank

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজমনি হোটেল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসায়।

এসময় হাঁটি খাতা বিশ্বরোড থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।

এতে ৮০ বস্তা (২৪শ কেজি) ভারতীয় জিরা পাওয়া যায়। পরে জিরাসহ কাভার্ডভ্যানটি জব্দ করেন।

এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM