চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণের শিকার হয়ে প্রাণ হারালেন ষাটোর্ধ বয়সী বৃদ্ধা হালিমা খাতুন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার বটতলী পুরাতন আশ্রয়ন প্রকল্পের পিছনের পাহাড় থেকে তার খন্ড খন্ড মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত হালিমা খাতুন উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মৃত হালিমা গতকাল সোমবার সন্ধ্যার দিকে আশ্রয়ন প্রকল্পের পাশের এক প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি।
রাতভর বিভিন্নস্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে স্থানীয়রা আশ্রয়ন প্রকল্পের পিছনের পাহাড়ের পাশে তার শরীরের টুকরো টুকরো অংশ দেখে বৃদ্ধার স্বজনদের খবর দেন।
ছেলেরা এসে বৃদ্ধা হালিমার মরদেহ সনাক্ত করে।
নিহতের বড় ছেলে মো. শাহাব উদ্দিন জানান, হাতির আক্রমণেই তার মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাতের কোন সময়ে বন্যহাতির তান্ডবে মায়ের শরীর টুকরো টুকরো করে ফেলে।
সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টুকরো টুকরো অংশগুলো উদ্ধার করে দাফন কাফন সম্পন্ন করা হয়।
জেএন/পিআর