দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে উইকেটের পেছনে কাগিজো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়।
পরে রাবাদার ইনসুইংয়ে বলে বোকা বনে বোল্ড হন মুশফিকুর রহিমও। মুশফিক ৩৩ রানে থামেন এর আগে ৪০ রানে বিদায় নেন জয়।
মিরপুরে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ব্যাট করতে নেমে লিটন দাসও বিদায় নিয়েছেন। কেশব মহারাজের সুইং করা বল লিটনের ব্যাট-গ্লাভস ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক কাইল ভেরেইনার হাতে।
জোরালো আবেদন করেননি কেউই। তবু ভেরেইনার জোরাজুরিতেই কি না নিতান্ত অনিচ্ছায় এইডেন মার্করাম নিলেন রিভিউ। তাতেই আউট হলেন লিটন।
৭ ওভারে ১২ রান তুলতেই বাংলাদেশ হারালো ৩ উইকেট। টাইগারদের সামনে এখন উঁকি দিচ্ছে ইনিংস ব্যবধানে হারের লজ্জা।
লিটনের আউটের পর ক্রিজে আছেন শেষ দুই স্বীকৃত ব্যাটার মেহেদি হাসান মিরাজ এবং জাকের আলী অনিক।
আগের দিনে খেলা বাংলাদেশ শেষ করেছিল ১০১ রানে ৩ উইকেট নিয়ে।
জেএন/পিআর