বোয়ালখালী-হাটহাজারীতে পৃথক অভিযান: ১০ ব্যবসায়ী পেল অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালী ও হাটহাজারী উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

- Advertisement -

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে পৃথকভাবে এ অভিযান চালানো হয়।

- Advertisement -google news follower

জানা যায়, বোয়ালখালী উপজেলার হাজীর হাট ও জোট পুকুর পাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, অনিয়মের দায়ে ৩ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

একইদিন দুপুরে হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

তিনি জানান, বাজারে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা না প্রকাশসহ বিভিন্ন কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুজন কানুনগো, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগরা উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM