নগরের বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের মহাজোট মনোনীত প্রার্থী এম এ লতিফ।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ১১ মিনিটে তিনি ভোটকেন্দ্রে আসেন।
সকাল ১০টা ১৬ মিনিটে ভোট দেওয়ার পর লতিফ সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। জনগণ যাকে পছন্দ করে তাকেই ভোট দেবে। স্বৈরাচারী সরকারের পতনের পর দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন, এখন মানুষ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে। বর্তমানে ধনী-গরীব সবার কাছে ম্যাজিক ফোন আছে।
তিনি বলেন, সাধারণ জনগণ দেখেছে গত এক দশক ধরে আমি জনগণের জন্য কাজ করেছি। আমার বিশ্বাস ভোটের ফলাফলে এ কাজের মূল্যায়ন হবে।
বিরোধী দলকে উদ্দেশ করে লতিফ বলেন, জয়ী হলে পরিবেশ ভালো আর পরাজিত হলে পরিবেশ খারাপ এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
এসময় তাঁর সঙ্গে ছিলেন জয়নিউজ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, স্বাধীনতা নারী শক্তির বিবি মরিয়ম, ওয়ার্ড আ’লীগের আহ্বায়ক এসকান্দর মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী, আ’লীগ নেতা নুর হোসেন দেলোয়ার, যুবলীগ নেতা সালাউদ্দিন ও আবু তাহের।
জয়নিউজ/ফয়সাল/জুলফিকার